Search
মালদা বইমেলায় পাঠকের মুখোমুখি হবেন স্বপ্নময়
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jan 21, 2020
- 1 min read
Updated: Aug 12, 2020
আজ উদ্বোধন হল মালদা বইমেলা। নতুন মলাটের গন্ধ মাখা হাজারো বইয়ের সম্ভার নিয়ে আগামী সাতদিন ২১ থেকে ২৮ জানুয়ারি চোখ ধাঁধানো প্রদর্শনী, হরেক বিষয়ের ওপর গুরুগম্ভীর আলোচনায় মঞ্চ কাঁপানো বক্তব্য, কবিদের আড্ডা, বন্ধুদের গপ্পো করার একটা মুক্তাঙ্গন হয়ে উঠবে মালদা জেলা বইমেলা৷ আজ প্রথমদিন বইমেলায় নন্দিত কথাসাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী মুখোমুখি হবেন জেলার পাঠকদের। বিকেল পাঁচটায় মেলার মাঝে বিকেলের ব্যালকনি (#BikelerBalcony) প্যাভিলিয়নে তাঁকে নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে তিনি নিজের লেখালিখি নিয়ে বক্তব্য রাখবেন।

উল্লেখ্য, আনন্দ পুরস্কার ও বঙ্কিম পুরস্কারপ্রাপ্ত স্বপ্নময় চক্রবর্তী ১৯৫২ সালে উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলায় একজন ছোটো গল্পকার হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছেন। ২০০৫ সালে অবন্তীনগর উপন্যাসের জন্যে বঙ্কিম পুরস্কার পান স্বপ্নময়। তাঁর রচিত হলদে গোলাপ বইটি ২০১৫ সালে আনন্দ পুরস্কারে সম্মানিত হয়। এছাড়া মানিক বন্দ্যোপাধ্যায় পুরস্কার, সর্বভারতীয় কথা পুরস্কার ইত্যাদিতে সম্মানিত হয়েছেন তিনি।
Commentaires