আগামী সপ্তাহে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, মন্তব্য শুভেন্দুর
top of page

আগামী সপ্তাহে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে, মন্তব্য শুভেন্দুর

“আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে। তৃণমূল বেসামাল হয়ে যাবে। সেই ব্যবস্থার দিকে যাচ্ছে।” মালদায় জনসভা করতে এসে তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।


আজ দুপুরে প্রথমে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে রতুয়ায় জনসভা করতে আসেন শুভেন্দু অধিকারী। পরে ইংরেজবাজারের অমৃতিতে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরির সমর্থনে জনসভা করেন তিনি।



রতুয়ায় জনসভা মঞ্চ থেকে শুভেন্দু বলেন, “গতকাল দেশের ১০২টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার তিনটি আসনে গতবারের থেকে দ্বিগুণের বেশি ভোটে ভারতীয় জনতা পার্টি জিতে গিয়েছে। উত্তর মালদা আসনে বিজেপির সঙ্গে পুলিশের লড়াই হচ্ছে। প্রাক্তন আইপিএস, পরিযায়ী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে জেতানোর ঠিকা নিয়েছেন পুলিশসুপার প্রদীপকুমার যাদব। প্রসূনবাবু যখন দক্ষিণ দিনাজপুরের পুলিশসুপার ছিলেন তখন এমন কোনো কাণ্ড নেই উনি করেননি। ইনি এত গুণের অধিকারী শাহজাহানকেও হার মানাবেন। এখানে বিজেপি ১ লক্ষের বেশি ভোটে জিতবে। এক মাসের বেশি সময় হল সিএএ কার্যকর হয়েছে, কিন্তু একজনেরও নাগরিকত্ব যায়নি। সিএএ হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন। মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় জনসভা থেকে বলছেন এনআরসি, সিএএ করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় কোন হরিদাস পাল? গোটা দেশে ৪৫ আসনে লড়াই করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি ও তার ছেলে টাকা নিতে কোনো জায়গা বাকি রাখেননি। এখনও আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের নামে টাকা তোলা হচ্ছে। আগামী সপ্তাহের শুরুতে এমন বোমা পড়বে তৃণমূল বেসামাল হয়ে যাবে। সেই ব্যবস্থা হচ্ছে অপেক্ষা করতে থাকুন।”


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page