ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা বানচাল করল পুলিশ
- আমাদের মালদা ডিজিট্যাল
- Aug 20, 2017
- 1 min read
Updated: Feb 25, 2023
এক বড়সর ব্যাঙ্ক ডাকাতির চেষ্টা বানচাল করল ইংরেজবাজার থানার অধীন মিল্কি ফাঁড়ির পুলিশদল। পুলিশ সূত্রে জানা যায় যে ইংরেজবাজার থানার অধীন মিল্কি ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারি সাব ইনস্পেকটর আনসারুল হক শনিবার রাতে তাঁর দলবল নিয়ে নিয়মমাফিক টহল দেওয়ার সময় নিয়ামতপুর গ্রামে ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিয়ামতপুর শাখার সামনে একটি বলেরো গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহবশত গাড়ির বসে থাকা লোকজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু করেন। গাড়ির আরোহীদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় তাদের আটক করে গাড়ি তল্লাশি করতেই গাড়ি থেকে দুটি হাঁসুয়া, একটি লোহার রড, হ্যাক্স ব্লেড, স্ক্রু ড্রাইভার, ইলেকট্রিক টেস্টার, নাইলন দড়ি ও ব্যাগ, একটি পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। গাড়ির সাত আরোহীকে গ্রেপ্তার করে
ইংরেজবাজার থানায় নিয়ে আসা হয়। ধৃতদের নাম মানসারুল হক (৩৩), রফিকুল ইসলাম (২৭), আহেদুর শেখ (২৮), খালেক শেখ (৪০), মাহতাব শেখ(২৬), কল্যাণ শেখ(২৮) ও সুজিত মণ্ডল (২৩)। এদের প্রত্যেকের বাড়ি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অধীন শিবনগর গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করেছে যে তারা নিয়ামতপুরে ইউনাইটেড ব্যাংকের শাখাতে ডাকাতি করার উদ্দেশ্যে এসেছিল। তদন্তের স্বার্থে রবিবার ধৃতদের আরও জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের নিজ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে মালদা আদালতে পেশ করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments