top of page

লক্ষ্মীর পাশাপাশি নারায়ণদের জন্য চিন্তাভাবনার আশ্বাস সুকান্তর

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীদের পাশাপাশি নারায়ণদের জন্যও ব্যবস্থা করবে। বিহারের মতো বাংলার সংখ্যালঘু ভোটও বিজেপির দিকে যাবে। শনিবার দলীয় কার্যক্রমে মালদায় এসে এমনই মন্তব্য করলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।


শনিবার পুরাতন মালদার একটি হোটেলে সাংগঠনিক বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনসল। ছিলেন সাংসদ সুকান্ত মজুমদার, খগেন মুর্মু সহ অন্যান্য বিধায়করা। বিজেপি সূত্রে খবর, আসন্ন বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে।


সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত জানান, প্রধানমন্ত্রী গতকালই জানিয়েছেন, মা গঙ্গা যেভাবে বিহার হয়ে বাংলায় এসেছেন, ঠিক সেভাবেই বিজেপির জয়যাত্রাও বাংলায় আসতে চলেছে। দিল্লি বিস্ফোরণকাণ্ডে উত্তর দিনাজপুর থেকে এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে৷ মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগণা, নদীয়ার বেশ কিছু অংশ, বীরভূম এখন উগ্রপন্থীদের আখড়ায় পরিণত হয়েছে৷ তাই বাংলার মানুষের ভাবার সময় এসেছে, আগামী দিনে কতটা বিপদ হতে পারে৷ মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারে হাজার টাকা করে বাড়ানোর কথা বলছেন। কিন্তু মাথায় এত ঋণ নিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে অত টাকা বাড়ানো সম্ভব নয়। বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের থেকে বেশি টাকা দেবে। লক্ষ্মীর পাশাপাশি নারায়ণদের জন্যও ব্যবস্থা করা হবে। বিহারে যেভাবে জীবিকা দিদি করা হয়েছে, মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়েছে, এখানেও সেটা করা হবে৷


ree

সুকান্ত আরও জানান, সারা রাজ্য জুড়ে বিজেপির উপর হামলা চালাচ্ছে তৃণমূল৷ ডায়মন্ডহারবারের মতো জায়গায় বিজেপির লোকজন আক্রান্ত হচ্ছে৷ এতেই প্রমাণিত, এরা বিজেপিকে ভয় পাচ্ছে৷ বিহারে সংখ্যালঘু মহিলারাও বিজেপি এবং এনডিএ জোটকে ভোট দিয়েছেন৷ আমার বিশ্বাস, আগামীতে মুসলিম সমাজও বুঝতে পারবে, তাদের কেন বছরের পর বছর কোনও উন্নয়ন হয়নি৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments

Couldn’t Load Comments
It looks like there was a technical problem. Try reconnecting or refreshing the page.

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page