top of page

লরি-ট্র্যাক্টর মুখোমুখি সংঘর্ষ, আহত লরি চালক

লরি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন লরি চালক। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। আজ সকালে ঘটনাটি ঘটেছে সুজাপুর স্ট্যান্ড সংলগ্ন জাতীয় সড়কে।


Sujapur-Lorry-tractor-head-on-collision-injured-lorry-driver

আহত চালকের নাম সাইতান রাজন (৪০)। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মালদা থেকে কলকাতার দিকে যাচ্ছিল লরিটি। অপর দিক থেকে মালদায় দিকে আসছিল ট্রাক্টরটি। সুজাপুরের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয় বাসিন্দারা আহত চালককে প্রথমে সুজাপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাঁকে রেফার করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিকে, ঘটনার পরে সুজাপুরে যান চলাচল বন্ধ হয়ে যানজট তৈরি হয়। পরে কালিয়াচক থানার পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page