top of page

চাকরি প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা, মিলল সুইসাইড নোট

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদা শহরে। পরিবারের দাবি, উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সুইসাইড নোটের তথ্য অনুযায়ী চাকরি দেওয়ার নামে প্রতারণার শিকার হয়ে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে ওই যুবক। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


মৃত যুবকের নাম বিশাল চৌধুরি (২৭)। জানা গিয়েছে, বাবা-মার মৃত্যুর পর থেকে রথবাড়ি চাটাইপট্টি এলাকায় মামার বাড়িতে থাকতেন তিনি। বুধবার সকালে শোওয়ার ঘর থেকে বিশালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছে। সেই সুইসাইড নোটে লেখা রয়েছে, অরবিন্দপার্ক এলাকার এক ব্যক্তি চাকরি দেওয়ার নামে বিশালের থেকে সাড়ে ৬ লক্ষ টাকা নিয়েছিল। এক বছর ধরে ওই ব্যক্তি বিশালকে ঘোরাতে থাকে। বিশাল টাকা ফেরত চাওয়ার পরেও টাকা দিতে রাজি হয়নি ওই ব্যক্তি। বিশাল ওই টাকা সুদে ধার নিয়েছিল। সেই টাকা ফেরত দেওয়ার জন্য বিশালের ওপর চাপ বাড়তে থাকে। অবশেষে বিশাল আত্মহত্যার পথ বেছে নেয়। ওই সুইসাইড নোটে দুই জনের নাম ও ফোন নম্বর লেখা রয়েছে বলেও জানিয়েছেন বিশালের পরিবারের লোকজন।



পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page