আত্মঘাতী হলেন মোমো বিক্রেতা
গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক মোমো বিক্রেতা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার অন্তর্গত বাচামারি গভর্নমেন্ট কলোনির নিচু পাড়ায়। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
আত্মঘাতী ব্যক্তির নাম কৃষ্ণ মিত্র (৪২)। তিনি মোমো বিক্রেতা (#MomoSeller) ছিলেন। কর্মসূত্রে অসমে স্ত্রী সহ পরিবার নিয়ে থাকতেন। তাঁদের ছেলে ও মেয়েরা যদুপুরের একটি হোস্টেলে থেকে পড়াশোনা করে। গত মঙ্গলবার তিনি বাড়ি ফিরে আসেন। আজ সকালে দেখা যায় নিজের শোওয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিশ। স্বামী-স্ত্রীর বিবাদে এই ঘটনা হয়ে থাকতে পারে বলে অনুমান স্থানীয়দের।
প্রতিদিন মালদার টাটকা নিউজ হোয়াটস্ অ্যাপে পেতে ক্লিক করুন
header.all-comments