Search
জোড়া কালিস্থানে ফাঁস লাগিয়ে যুবতীর আত্মহত্যা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Nov 16, 2018
- 1 min read
Updated: Mar 21, 2023
নিজের ঘরে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে ওল্ড মালদা থানার নবাবগঞ্জের জোড়া কালিস্থানে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মালদা থানার পুলিশ।
মৃত মহিলার নাম মঞ্জু হালদার (৩৫)। জানা গেছে, ১২ বছর আগে স্থানীয় যুবক মদন হালদারের সঙ্গে বিয়ে হয় মঞ্জুদেবীর। বিয়ের সাতদিনের মধ্যেই মঞ্জুদেবী স্বামীকে ছেড়ে বাবার বাড়ি চলে আসেন। তারপর থেকেই তিনি বাবা-মার সঙ্গে নবাবগঞ্জের জোড়া কালিস্থানে বসবাস করেন। এদিন ভোরে মঞ্জুদেবীর বাবা-মা স্থানীয় মন্দিরে কীর্তন শুনতে যান। সেই সময় নিজের ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন মঞ্জুদেবী। বাবা-মা ফিরে এসে মঞ্জুদেবীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় পুলিশ। এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
ছবিটি প্রতীকী।
Commenti