Search
জুয়ার আসরে তিনশো টাকা হেরে আত্মহত্যা
- আমাদের মালদা ডিজিট্যাল
- Oct 14, 2019
- 1 min read
Updated: Sep 30, 2020
গতকাল লক্ষ্মীপুজোর রাতে ইংরেজবাজারের সুকান্তপল্লির বাগানবাড়ি এলাকায় জুয়ার আসর বসেছিল। সেই জুয়ার আসরে হেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। রবিবার গভীর রাতে মালদা শহরের সুকান্তপল্লির এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম মটরু মণ্ডল (৫৪)। ইংরেজবাজার পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী এলাকার বাসিন্দা তিনি। পেশায় ভ্যান চালক ছিলেন মটরু মণ্ডল। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে লক্ষ্মীপুজো উপলক্ষ্যে স্থানীয় বীচমাঠ বাগানবাড়ি এলাকায় জুয়ার আসর বসেছিল। সেখানে জুয়া খেলে তিনশো টাকা হেরে যান মটরু মণ্ডল। তারপর গভীর রাতে বাড়ির পাশে একটি গাছে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। দড়ি ছিঁড়ে মাটিতে পড়ে যান মটরু। পরিবারের লোকেরা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসে। পথেই মৃত্যু হয় মটরু মণ্ডলের। এরপর ইংরেজবাজার থানার পুলিশ খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।
Comments