top of page

হঠাৎ দাঁতে ব্যথা, কর্মসূচি ছেড়ে মালদা মেডিকেলে ছুটলেন শিক্ষামন্ত্রী

দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে হঠাৎ দাঁতে ব্যথা শিক্ষামন্ত্রীর। যন্ত্রণা থেকে রেহাই পেতে মালদায় নেমেই সোজা ছুটলেন মেডিকেলে। চিকিৎসার পর খানিক যন্ত্রণা থাকলেও হাসি মুখেই দলীয় কর্মসূচির উদ্দেশ্যে রওয়ানা দেন ব্রাত্য বসু।


আজ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এক জোড়া কার্যক্রম ছিল ব্রাত্য বসুর। সকালে হাওড়া থেকে বন্দে ভারত এক্সপ্রেস ধরে মালদায় আসছিলেন তিনি। ট্রেনে ওঠার খানিক সময়ের মধ্যেই দাঁত ও গলায় ব্যথা অনুভব করতে শুরু করেন তিনি। ধীরে ধীরে বাড়তে থাকে যন্ত্রণা। মালদায় ট্রেন আসতেই সোজা মেডিকেলে ছুটলেন মন্ত্রী। দাঁতের চিকিৎসার পর চিকিৎসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে গঙ্গারামপুর উদ্দেশ্যে সড়ক পথে রওয়ানা দেন ব্রাত্য।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন,

মালদা স্টেশনে নেমে দক্ষিণ দিনাজপুর যাওয়ার কথা ছিল৷ কিন্তু ট্রেন ছাড়ার পর থেকেই দাঁতে ব্যথা শুরু হয়৷ তাই স্টেশনে নেমেই মালদা মেডিকেলে এসে চিকিৎসা করালাম। মেডিকেলের পরিসেবা যথেষ্ট ভালো। ইনফেকশন থেকে দাঁতে ব্যথা হচ্ছিল। আপাতত অ্যান্টিবায়োটিক দিয়েছেন চিকিৎসকরা।

Komentarze


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page