শিরদাঁড়ার জটিল অস্ত্রোপচারে সাফল্য মালদা মেডিকেলে
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 16
- 1 min read
শিরদাঁড়ার জটিল অস্ত্রোপচারে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল। পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক পাওয়া গেলে এধরণের আরও অস্ত্রোপচার মালদা মেডিকেলে করা সম্ভব বলে জানালেন বিভাগীয় প্রধান। মেডিকেলের এমন সাফল্যে খুশি অধ্যক্ষ থেকে শুরু করে অন্যান্য প্রশাসনিক কর্তারা।
মেডিকেল সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় মাস আগে আগে কোমরে ব্যথা সহ একাধিক সমস্যা নিয়ে মালদা মেডিকেলে ভরতি হন দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এলাকার বাসিন্দা জাহানারা খাতুন (২৮)। জাহানারা বলেন, কোমর ব্যথা থেকে হাঁটতে পারছিলাম না। বসতেও সমস্যা হচ্ছিল। মল-মূত্রও ধরে রাখতে পারছিলাম না। যন্ত্রণায় ছটফট করছিলাম। চিকিৎসার জন্য মালদা মেডিকেলে ভরতি হই। চিকিৎসক অস্ত্রোপচারের কথা জানান। কয়েকদিন আগে আমার অপারেশন হয়। এখন অনেকটা সুস্থ রয়েছি। নিজে হাঁটতে-চলতে পারছি। আমাদের মতো দুস্থ পরিবারের পক্ষে বাইরে এত বড়ো জটিল অপারেশন করা সম্ভব ছিল না। মালদা মেডিকেলের সমস্ত চিকিৎসক সহ স্বাস্থ্য-কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি।

নিউরো বিভাগের প্রধান ডাঃ অশোক আচার্য জানান, এত বড়ো জটিল অপারেশন সম্পূর্ণ বিনামূল্যে হয়েছে। সাড়ে তিন বছর ধরে মালদা মেডিকেলে নিউরো বিভাগ চলছে। একের পর এক জটিল অপারেশন হচ্ছে। তবে চিকিৎসকের সংখ্যা হাতে গোনা। আরও কিছু চিকিৎসক পাওয়া গেলে এখানে আরও বেশি পরিসেবা দেওয়া সম্ভব হবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments