করোনা আক্রান্তদের বাড়িতে সাহায্য নিয়ে মহকুমাশাসক
- আমাদের মালদা ডিজিট্যাল
- May 29, 2021
- 1 min read
করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে গিয়ে হেলথ ড্রিঙ্ক ও ওষুধ পৌঁছে দিল মহকুমাশাসক সঞ্জয় পাল। শনিবার চাঁচল এলাকার করোনা আক্রান্তদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেয় চাঁচল মহকুমা প্রশাসন। সঙ্গে ছিলেন নোডাল অফিসার তথা চিকিৎসক শুভাশিস বড়ুয়া।
ঘূর্ণিঝড় ইয়শ পরবর্তী বৃষ্টির জেরের চাঁচলের একাধিক রাস্তা জলমগ্ন। এই পরিস্থিতিতে করোনা রোগীদের সমস্যার কথা ভেবে করোনা আক্রান্তের বাড়িতে গিয়ে হেলথ ড্রিঙ্ক, পর্যাপ্ত পরিমাণে ওষুধ, স্যানিটাইজার ও মাস্ক তুলে দেয় চাঁচল মহকুমা প্রশাসন। পাশাপাশি করোনা নিয়ে সচেতনতামূলক নিয়মাবলী তুলে ধরা হয় এলাকাবাসীর কাছে। মহকুমাশাসক আক্রান্ত রোগীদের পরিবারের সদস্যদের বাড়িতে থাকার, স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন। এদিকে, মহকুমা প্রশাসনের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন করোনা আক্রান্তদের পরিজনেরা।
[ আরও খবরঃ বিধিনিষেধে কড়া পুলিশ, হাট ওঠাতে লাঠিচার্জ ]
মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, প্রশাসনিকভাবে এধরণের কোনো নির্দেশ নেই। তবে সঙ্কটজনক মুহুর্তে কর্তব্য হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর রীতিমতো রাখা হচ্ছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments