টিউশন পড়তে যাওয়ার পথে গাড়ির ধাক্কায় ছাত্রীর মৃত্যু
টিউশন পড়তে যাওয়ার পথে ম্যাটাডোরের ধাক্কায় মৃত্যু হল একাদশ শ্রেণির ছাত্রীর। মৃত ছাত্রীর নাম সুস্মিতা রায় (১৫)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের ভালুকা স্ট্যান্ড এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সুস্মিতা ভালুকা হাইস্কুলে একাদশ শ্রেণিতে পাঠরত ছিল। সোমবার সকালে সুস্মিতা টিউশন পড়তে দেবীপুরের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিল। ভালুকা বাজার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি আলু বোঝাই ম্যাটাডোর গাড়ি তাকে পিষে দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করে। চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজে রেফার করে দেন। মালদা মেডিকেল কলেজ নিয়ে আসার পথে মৃত্যু হয় সুস্মিতার। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments