বন্ধে মালদা জেলায় মিশ্র প্রভাব
কেন্দ্রীয় সরকারের কৃষি আইন বাতিল সহ রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল, বিদ্যুৎ সমেত নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বাম-কংগ্রেস জোটের ডাকা সারা ভারত ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল মালদা জেলায়।
সোমবার সকাল থেকেই ইংরেজবাজার শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড়ে পিকেটিং করে বন্ধ সফল করতে নামেন জেলার বাম-কংগ্রেস কর্মী-সমর্থকরা। বন্ধে সামিল হওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান তারা। এদিকে সকাল থেকে মালদা শহরের রাস্তায় সরকারি বাস চলাচল করলেও বেসরকারি বাসের দেখা মেলেনি। অন্যান্য দিনের তুলনায় যাত্রী প্রায় ছিল না বললেই চলে। শহরের বেশিরভাগ দোকানপাটই ছিল বন্ধ।
অন্যদিকে, চাঁচলে সাধারণ মানুষের ওপর হেনস্তার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বন্ধ সমর্থকরা যাত্রীদের যানবাহন থেকে নামিয়ে বাহনের চাকার হওয়া খুলে দেয়। এতে চরম সমস্যায় পড়তে হয় পড়ুয়া থেকে নিত্যযাত্রীদের। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বন্ধ সমর্থকরা।
[ আরও খবরঃ আধার কার্ড নিয়ে বচসা, ভাইকে কুপিয়ে খুন! ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments