top of page

ঝড়ে তোরে লণ্ডভণ্ড গ্রাম, পরিদর্শনে বিজেপি প্রার্থী

আধঘণ্টার ঝড়ে ক্ষতিগ্রস্ত চাঁচল ১ ব্লকের মহানন্দাপুর অঞ্চলের দক্ষিণপাড়া গ্রামের একাধিক ঘরবাড়ি। রাস্তায় উপচে পড়েছে গাছপালা। খবর পেয়ে রাতেই এলাকা পরিদর্শন করেন চাঁচল বিধানসভার বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম।


গতকাল রাতে হঠাৎই প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। ঝড়ে মহানন্দাপুর অঞ্চলের দক্ষিণপাড়া গ্রামের প্রায় ২৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ঘরের চাল উড়ে গিয়েছে বহু বাড়ির। ক্ষতি হয়েছে চাষের জমিতেও। বিষয়টি জানতে পেরেই রাতেই ওই এলাকার ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলতে যান চাঁচলের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম। বিষয়টি প্রশাসনের কর্তাদের জানিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।



মহানন্দপুর গ্রামপঞ্চায়েতের প্রধান গোপাল চৌধুরি জানান, চাষের জমিতেও ক্ষতি হয়েছে। বিশেষ করে কলা ও ভুট্টা চাষে বিপুল পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। পঞ্চায়েতের তরফে ঘরপোড়া দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page