৩০ হাজার ইয়াবা সহ এসটিএফের জালে ৪
৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ চার পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের আজ ইংরেজবাজার থানার মাধ্যমে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ধৃতদের নাম দীপ রায়, রাকেশ শর্মা, তাফাজুল ইসলাম ও হবিবুর রহমান। দীপ, রাকেশ ও তাফাজুল নাগাল্যান্ড ও অসমের বাসিন্দা। হবিবুরের বাড়ি মালদার বৈষ্ণবনগরে। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে ইংরেজবাজারের বাঁধাপুকুর এলাকায় ইয়াবা ট্যাবলেট পাচার করতে এসেছিল ধৃতরা। গোপন সূত্রে সেই খবর পেয়ে হানা দেয় এসটিএফ। ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয় চারজনকে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে ইয়াবা ট্যাবলেটগুলি সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments