top of page

বাজার এখন মদের আখরা, সমস্যায় ব্যবসায়ীরা

সন্ধে হলেই বসছে মদের আসর। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধ ছড়িয়েছে বাজার চত্বরে। অবিলম্বে প্রশাসনের পদক্ষেপের দাবি উঠেছে চাঁচল কৃষক বাজার নিয়ে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন মহকুমাশাসক।


চাঁচল কৃষক বাজারের ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘ কয়েক মাস ধরে বাজারে পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা নেই। প্রবল গরমে পানীয় জল নিয়ে তীব্র সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতাদেরও। বাজারের শৌচালয়, নিকাশি নালা আবর্জনায় ভরে গিয়েছে। দুর্গন্ধে ক্রেতাদের অনেকেই বাজারে আসতে চাইছেন না। ব্যবসায়ীদেরও কষ্ট করে ব্যবসা করতে হচ্ছে। রাত হতেই বাজার চত্বরে বসছে মদের আসর। কৃষক বাজারের সমস্যার কথা বহুবার প্রশাসনকে জানানোর পরেও প্রশাসনের কোনও হেলদোল নেই। অবিলম্বে প্রশাসনিক পদক্ষেপে দাবি তুলেছেন কৃষক বাজারের ব্যবসায়ীরা।



চাঁচল কৃষক বাজারের এক ব্যবসায়ী জানান, কৃষক বাজারে ব্যবসা করা দায় হয়ে পড়েছে। পুরো বাজার চত্বর আবর্জনায় ভরে রয়েছে। দুর্গন্ধে কেউ বাজারে আসতে পারে না। সন্ধে হলেই বাজার চত্বরে মদের আসর বসছে। বাজার চত্বরে যেখানে সেখানে মদের বোতল পড়ে থাকে। সব মিলিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। বিষয়টি প্রশাসনের নজরে আনলেও কোনও ফল মেলেনি।


চাঁচলের মহকুমাশাসক কল্লোল রায় বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত সমস্যার সমাধান করা হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page