top of page

ভাতা চালুর দাবিতে অনশনে স্টেশন মাস্টাররা

বন্ধ হওয়া নৈশকালীন ভাতা চালু করা সহ তিন দফা দাবিতে অনশন আন্দোলন অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের। আজ সকাল থেকে সংগঠনের সদস্যরা পূর্ব রেলের মালদা ডিভিশনাল দফতরের সামনে অবস্থানে বসেন। পরে সংগঠনের পক্ষ থেকে পূর্ব রেলের মালদা ডিভিশনাল ম্যানেজারকে দাবিপত্র তুলে দেওয়া হয়।


Station masters on hunger strike to demand allowance
সকাল থেকে মালদা ডিভিশনাল দফতরের সামনে অবস্থানে বসেন স্টেশন মাস্টাররা

অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের মালদা ডিভিশনের সম্পাদক ওমপ্রকাশ গুপ্তা জানান, সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত অনুযায়ী আজ অনশন আন্দোলন সংগঠিত হচ্ছে। করোনা আবহে রেলের কর্মীরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে রেল পরিসেবা স্বাভাবিক রেখেছিলেন। অথচ তাঁদের দাবি এখনও পূরণ করা হয়নি। তাঁদের দাবি দ্রুত পূরণ না হলে ভবিষ্যতে রেল পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে৷




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page