শিশু ক্রীড়া প্রতিযোগিতায় এক লক্ষ টাকা অনুদান রাজ্যের
- Nov 25, 2019
- 1 min read
Updated: Feb 4, 2020
পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ৩৭ তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। সোমবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বৃন্দাবনী ময়দান থেকে শহর পরিক্রমা করে। জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নিয়েছিল এই শোভাযাত্রায়। শোভাযাত্রা শেষে ৩৭তম বার্ষিক শিশু ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ, অবর বিদ্যালয় পরিদর্শক সুনীতি সাফুই সহ অন্যান্যরা। জানা গেছে, এবার প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এক লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। খেলার মান উন্নয়নে রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বার্ষিক শিশু ক্রীড়া কমিটির সদস্যরা।
Comments