নাবালিকা খুনের ঘটনায় মালদায় রাজ্য শিশু সুরক্ষা কমিশন
ইটভাটা থেকে নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় পরিবারের লোকদের সঙ্গে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন। পরিবারকে আশ্বাস দেওয়ার পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শনেও যান কমিশনের ওই প্রতিনিধি দলের সদস্যরা।
উল্লেখ্য, কয়েকদিন আগেই ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ পরিবারের সঙ্গে দেখা করতে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস, কমিশনের অ্যাডভাইজর সুদেষ্ণা রায় এবং চাইল্ড প্রোটেকশন অফিসার সিদ্দিকা পারভিন।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাঁরা জানান, ঘটনার তদন্ত চলছে। ওই নাবালিকার ওপর যৌন নির্যাতন হয়েছিল কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই বলা সম্ভব হবে। ঘটনার দিন কিশোরীর পরিবারের সকলে পরবের অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে কিশোরী কখন বেরিয়ে যায়, কেউ তা বুঝতে পারেননি। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এখনও তা বোঝা যাচ্ছে না। দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের গ্রেফতার করার জন্য পুলিশকে বলা হয়েছে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments