top of page

৭ বছর বয়সেই নভেল লেখা শুরু, বিস্ময় প্রতিভা লামিসার

একাধিক ভাষা রপ্ত করে সকলকে চমকে দিয়েছে সপ্তম শ্রেণির ছাত্রী লামিসা আহমেদ। ১২ বছর বয়সেই বাংলা, ইংরেজি, উর্দু ভাষায় কবিতা লিখে আবৃত্তি পর্যন্ত করছে লামিসা। এমনকি এই বয়সেই ইংরেজিতে একটি নভেলও লিখতে শুরু করেছে সে। তাঁর এই প্রতিভায় খুশি শিক্ষক থেকে শুরু করে অভিভাবকরা।


হরিশ্চন্দ্রপুর থানার তেঁতুলবাড়ি এলাকার বাসিন্দা লামিসা আহমেদ। লামিসা হরিশ্চন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যাশ্রম উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। লামিসা জানায়, দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে সে জানতে পারে, রবীন্দ্রনাথ ঠাকুর কিশোর থেকেই কবিতা লিখতে শুরু করেছিলেন। সেই থেকে ধীরে ধীরে তার কবিতা লেখা শুরু। মায়ের থেকে উৎসাহ পেয়ে একের পর এক কবিতা লিখে ফেলেছে সে।


বাংলা, ইংরেজি ও উর্দু ভাষায় ২০ থেকে ২৫টি কবিতা লিখেছে। 'আলিয়া দি ম্যাজিক স্টোন' নামে ইংরেজি ভাষায় একটি উপন্যাসও লিখছে সে। বড়ো হয়ে কলেজের প্রিন্সিপ্যাল হওয়ার ইচ্ছে রয়েছে তার।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Σχόλια


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page