top of page

রামকৃষ্ণদেবের ১৮৫ তম জন্মতিথিতে মালদার মঠে ভক্ত সমাগম

Updated: Oct 14, 2020

শ্রী রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথি এবং শ্রীরামকৃষ্ণদেবের ১৮৫ তম জন্মতিথি উপলক্ষে সারাদিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হল মালদা রামকৃষ্ণ মঠে। আজ ভোরে মঙ্গল আরতি, বৈদিক প্রার্থনা, ঊষা কীর্তন, শ্রী রামকৃষ্ণদেবের পুজো সহ সারাদিনব্যাপী নানান ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে প্রায় আড়াই হাজার ভক্তের মধ্যে ভোগ বিতরণ করা হয়। শ্রীরামকৃষ্ণদেবের ১৮৫তম জন্মতিথি উপলক্ষ্যে এই ধর্মীয় অনুষ্ঠানে মালদা সহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে ভক্তদের ভিড় উপচে পড়েছিল।


Ramakrishna Mission
সাতদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণমিশন মঠে। ছবিঃ তাপস মজুমদার

রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষ্যে আগামী সাতদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণমিশন মঠে। আগামী ২৮ তারিখ রামকৃষ্ণমিশন পরিচালিত শিশুসদনের ছাত্র-ছাত্রীদের পুরষ্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পরেরদিন ২৯ তারিখ সন্ধেবেলা রাখা হয়েছে একটি ধর্মসভা। রবিবার অর্থাৎ ৩০ তারিখ ভক্ত সম্মেলন ও নাটক মঞ্চস্থ করার পর এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হবে।


মালদা জেলার খবর ও বিনোদনের লেটেস্ট ভিডিয়ো আপডেট পেতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page