ফের বসন্ত উৎসবে মাতবে মালদা
top of page

ফের বসন্ত উৎসবে মাতবে মালদা

আগামী ১৮ মার্চ মালদা শহরে আয়োজিত হতে চলেছে বসন্ত উৎসব। করোনা আবহে সেভাবে বসন্ত উৎসব আয়োজিত না হলেও এবছর বড়ো আকারে বসন্ত উৎসব পালন করা হবে। প্রায় দু’হাজার শিল্পী পা মেলাবেন শোভাযাত্রায় আজ একথা জানান মালদা শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা।


করোনা আবহে গত দুবছর মালদা জেলায় বসন্ত উৎসব সেভাবে পালন করা হয়নি। তবে করোনা আবহের মধ্যেও গতবছর বহু মানুষকে এই উৎসবে সামিল হতে দেখা গিয়েছিল। এবছর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকায় বেশ বড়ো আকারের উৎসব করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ১৮ মার্চ জেলা ক্রীড়া সংস্থার মাঠ, ডিএসএ ময়দানে আয়োজিত হবে এই উৎসব।



শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা জানান,

জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় বিশাল আকারে বসন্ত উৎসব পালন করা হবে জেলা ক্রীড়া সংস্থার মাঠে। সকালে পোস্ট অফিস মোড় থেকে প্রায় দুই হাজার শিল্পী সহ কয়েক হাজার মালদাবাসী রবীন্দ্রনাথের দোল উৎসবের গানের সঙ্গে তাল মিলিয়ে শোভাযাত্রা করে নেতাজি মোড় হয়ে জেলা ক্রীড়া সংস্থার মাঠে প্রবেশ করবেন। ক্রীড়া সংস্থার মাঠে সকল শিল্পীরা গান, নৃত্য পরিবেশনের পাশাপাশি আবির খেলায় মাতবেন।



আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page