top of page

মালদার নক আউট টুর্নামেন্টে প্রতিবেশী রাষ্ট্র

শুক্রবার থেকে মালদা শহরের বৃন্দাবনী মাঠে শুরু হল গৌতম দাস মেমোরিয়াল নক আউট ক্রিকেট টুর্নামেন্ট। ১৬টি দলের মধ্যে বিহার, পাটনা এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও বেশকিছু দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। এদিন টুর্নামেন্টের প্রথম খেলা হয় মালদা এবং কাটিয়ারের একটি ক্লাবের মধ্যে।


Malda Sports

প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও খেলোয়াড়েরা এসেছেন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে

এই ক্রিকেট (#Cricket) টুর্নামেন্ট কমিটির এক সদস্য মহঃম্মদ নিজামুদ্দিন জানিয়েছেন, এবছর গৌতম দাস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ক্রিকেট টুর্নামেন্টের তৃতীয় বর্ষ। প্রতিটি খেলা নকআউট পর্যায়ে হবে। প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও খেলোয়াড়েরা এসেছেন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

প্রতীকী ছবি।

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page