top of page

বক্তব্য রাখতে গিয়ে ফের বিতর্কে জেলা তৃণমূল সভাপতি

সিপিআইএম ও কংগ্রেস নেতাকর্মীদের হাত কেটে নেওয়ার নিদান দিয়ে ফের বিতর্কে মালদা জেলা তৃণমূল সভাপতি। মালতিপুরের বিধায়কের এই মন্তব্যে নতুন করে রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়েছে।


বুধবার কালিয়াচক ১ নম্বর ব্লক কমিটির উদ্যোগে একটি তৃণমূলের একটি দলীয় কার্যক্রম ছিল। মিছিল শেষে বর্ধিত সভারও আয়োজন করা হয়েছিল। সেই সভামঞ্চ থেকেই মালতিপুরের বিধায়ক তথা জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বক্সি বলেন, রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় এত উন্নয়ন করার পরেও জল ঘোলা করে মাছ ধরতে চাইছে বিজেপির গাধারা। আর এদের মাছ ধরার সামগ্রী সরবরাহ করছে সিপিআইএম এবং কংগ্রেস। যে হাত দিয়ে মাছ ধরার সামগ্রী বিলি করা হচ্ছে, সেই হাত নামিয়ে দিন। আর যে মাথা দিয়ে পশ্চিমবঙ্গকে অশান্ত করার বুদ্ধি বেরোচ্ছে, তা পিষে দিন।



সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রহিম বক্সি বলেন, আমি কাউকে হুঁশিয়ারি দিইনি। বাস্তব কথা বলেছি। বিজেপি গোটা রাজ্যটাকে অশান্ত করার চেষ্টা করছে৷ আর্থিক সংকট তৈরি করে রাজ্য ভাঙার চেষ্টা করছে। জাতপাতের নামে বিভেদ তৈরি করে ঘোলা জলে মাছ ধরতে চাইছে। সিপিআইএম এবং কংগ্রেস বিজেপিকে মাছ ধরার সামগ্রী সরবরাহ করছে। সেই অনুযায়ী আমি বক্তব্য রেখেছি, কাউকে হুঁশিয়ারি দিইনি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page