শাসকদলের বিরুদ্ধে বললেই এখানে পুলিশ অ্যাকশন মোডে চলে যায়ঃ রাজ্যপাল
- আমাদের মালদা ডিজিট্যাল
- Dec 1, 2020
- 1 min read
পশ্চিমবঙ্গে পুলিশ ও প্রশাসনের অবস্থা খুবই খারাপ৷ শাসকদলের বিরুদ্ধে যারাই কথা বলে, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন মোডে চলে যায়৷ দার্জিলিং সফর শেষে কলকাতায় যাওয়ার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এভাবেই রাজ্য সরকারকে আক্রমণ করলেন রাজ্যপাল।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল জগদীপ ধনকর বলেন, পশ্চিমবঙ্গে পুলিশ ও প্রশাসনের অবস্থা খুবই খারাপ৷ শাসকদলের বিরুদ্ধে যারাই কথা বলে, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাকশন মোডে চলে যায়৷ সরকারি আধিকারিকদের আবেদন করেছি, তাঁদের কাজ ভারতীয় গণতন্ত্র অক্ষুণ্ণ রাখা৷ আইন এবং সংবিধানকে সম্মান জানানো সরকারি কর্মীদের দায়িত্ব৷ কিন্তু এই রাজ্যে সরকারি কর্মীদের বিশেষ কোনো রাজনৈতিক দলের কথামতো চলতে বাধ্য করা হয়৷ এখানে সরকারি ক্ষেত্রে পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গিয়েছে৷
মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে রাজ্যপাল বলেন, এখনও পর্যন্ত রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে যা বার্তা দিয়েছেন তিনি, তা নিয়ে তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করিনি৷ তবে মুখ্যমন্ত্রীর কিছু মন্তব্যের প্রতিক্রিয়া প্রকাশ্যে দিয়েছেন তিনি৷ কারণ, সেসব মুখ্যমন্ত্রীই প্রকাশ্যে এনেছিলেন। সংবিধান রক্ষা করা একজন রাজ্যপালের দায়িত্ব৷ তাই সংবিধান যখন বিপন্ন হবে, তখন রাজ্যপাল বিচলিত হতে বাধ্য৷ এখানে মানুষকে প্রতিনিয়ত রঙিন স্বপ্ন দেখানো হয়৷ কিন্তু সেই স্বপ্ন বাস্তব হয় কোথায়?
কেন্দ্রীয় প্রকল্প নিয়ে বলতে গিয়েও রাজ্যকে একহাত নেন ধনকর। তিনি বলেন, প্রধানমন্ত্রী কিষাননিধি সম্মান প্রকল্পের সুবিধে পাচ্ছেন দেশের প্রত্যেক কৃষক৷ বছরে ছয় হাজার টাকার হিসাবে এই রাজ্যের প্রত্যেক কৃষকেরও এতদিনে ১২ হাজার টাকা পাওয়ার কথা ছিল৷ শুধুমাত্র রাজনীতির জন্য একমাত্র পশ্চিমবঙ্গের কৃষকরা এই সুবিধে থেকে বঞ্চিত৷ কেন্দ্র এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে৷ আর এখানে বলা হচ্ছে, কৃষকদের টাকা আমাদের দাও৷ আমরা সেই টাকা কৃষকদের দিয়ে দেব৷
[ আরও খবরঃ সামনে নির্বাচন, 'দুয়ারে' পৌঁছচ্ছে মমতা সরকার ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios