top of page

জমি বিবাদের জেরে ইটবৃষ্টি, পুলিশকর্মী সহ আহত ১২

জমি বিবাদকে কেন্দ্র করে দুই তৃণমূল কর্মীর বিবাদ সংঘর্ষে পরিণত হল। চলল ভাঙচুর, ইটবৃষ্টি। সংঘর্ষে আহত দু’পক্ষের মোট ১১ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হয়েছেন এক পুলিশকর্মীও। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরের জগন্নাথপুরে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মোহম্মদ সফিকুল আলম ও মোহম্মদ আলাউদ্দিনের ১ একর ৪৭ শতক জমি নিয়ে গত ২০১১ সাল থেকে বিবাদ চলছিল। মঙ্গলবার ওই জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা বাধে। নিমেষের মধ্যে বচসা সংঘর্ষে পরিণত হয়। চলতে থাকে ভাঙচুর, ইটবৃষ্টি। এমনকি অগ্নিসংযোগ করে দেওয়া হয় বলেও অভিযোগ।



খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী। সংঘর্ষে দুই পক্ষের মোট ১১ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত হন এক পুলিশকর্মী। আহতদের তড়িঘড়ি মশালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা।

Comentários


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page