অবশেষে বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন সোনালি ও তাঁর ছেলে
- আমাদের মালদা ডিজিট্যাল
- 11 minutes ago
- 1 min read
বীরভূমের পাইকরের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন, সুইটি বিবি সহ তাঁদের পরিবারের আরও কয়েকজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছিল। অবশেষে নিজের বাড়ি ফিরলেন সোনালি খাতুন৷ আট বছরের ছেলেকে নিয়ে শুক্রবার সন্ধেয় মহদিপুর আন্তর্জাতিক সীমান্ত দিয়ে দেশে ফেরার পর শনিবার দুপুরে বীরভূমের পাইকর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷
গ্রামে ফিরে যাওয়ার সময় সোনালি বলেন, কয়েকমাস মাস ধরে বাংলাদেশে খুব কষ্টে ছিলাম৷ বাংলাদেশে পুলিশ কোনও অত্যাচার করেনি৷ কিন্তু খাবারের প্রচণ্ড কষ্ট ছিল৷ বাংলাদেশে কেউ আমাদের খাবার দিত না৷ জেলে যতদিন ছিলাম, জেলের খাবারই খেতে হয়েছে৷ দিল্লি পুলিশ আমাদের উপর ভীষণ অত্যাচার চালিয়েছিল৷ বিএসএফ-ও কোনও কথা না শুনে আমাদের জঙ্গলে ছেড়ে দিয়েছিল৷ এখনও আমার স্বামী আর সুইটিরা বাংলাদেশে আটকে রয়েছে৷ ওদের জন্য খুব চিন্তা হচ্ছে৷

উল্লেখ্য, গত ১৭ জুন বীরভূমের পাইকরের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালি খাতুন, সুইটি বিবি সহ তাঁদের পরিবারের আরও কয়েকজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ পরে ৬ জনকে বাংলাদেশে পুশব্যাক করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী৷ ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে যায় গোটা দেশে৷ এনিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে ও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পরিবারের লোকজন।
মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ দাবি করেছেন, বাংলাদেশে পুশব্যাক করা ছয় ভারতীয়কেই সীমান্ত গেটে নিয়ে আসা হয়েছিল৷ কিন্তু ভারতে প্রবেশ করানো হয় শুধুমাত্র সোনালি ও তাঁর আট বছরের ছেলেকে৷ এনিয়ে তিনি ভারতীয় ডেপুটি হাইকমিশনারকে প্রশ্ন করেন৷ কিন্তু ডেপুটি হাইকমিশনার তাঁর কোনও প্রশ্নের উত্তর না দিয়ে সেখান থেকে চলে যান৷ তাহলে সোনালির স্বামী দানেশ এবং সুইটি বিবির পরিবারকে আদৌ ভারতে ফেরানো হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি৷
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন









