top of page

প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে সাইকেলে অসম যাত্রা যুবকের

বিশ্বকে প্লাস্টিক মুক্ত করতে ও জনগণকে সে বিষয়ে সচেতন করার লক্ষ্যে বর্ধমান জেলার মেমারি থেকে আসামের দিসপুর পর্যন্ত সাইকেল যাত্রা আরম্ভ করেছেন অর্ক পাল নামে এক যুবক। গত ১ নভেম্বর থেকে তিনি এই যাত্রা শুরু করেছেন যা আসামের দিসপুর গিয়ে সমাপ্ত করবেন। আজ তিনি মালদা জেলার শেঠ জহরমল শেঠিয়া হিন্দি বিদ্যালয় আসেন। সেখানে তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করে তার এই সাইকেল যাত্রার উদ্দেশ্য ব্যাখ্যা করেন। এরপরে তিনি পুনরায় সাইকেলে চেপে বিদ্যালয় থেকে বেরিয়ে পড়েন।



コメント


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page