top of page

ট্রেনে মহিলাদের কটূক্তির অভিযোগে গ্রেফতার মদ্যপ জওয়ান

যাত্রীবাহী ট্রেনের সংরক্ষিত কামরায় মহিলাদের কটূক্তি করার অভিযোগে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানকে আটক করল মালদা টাউন স্টেশন জিআরপি। বুধবার গভীর রাতে এনজিপি-হাওড়াগামী ডাউন সরাইঘাট এক্সপ্রেস ট্রেন থেকে ওই জওয়ানকে আটক করা হয়।


জিআরপি সূত্রে জানা গিয়েছে, কলকাতার নিবাসী দুই পরিবার একসাথে ঘুরতে গিয়েছিলেন। এনজিপি-হাওড়াগামী ডাউন সরাইঘাট এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় ওই দুই পরিবার বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই কামরায় থাকা এক জওয়ান ট্রেনের কামরায় মদ্যপান করে মহিলাদের কটূক্তি করে। এরপরই ট্রেনের মহিলাদের মধ্যে ক্ষোভ দেখা যায়। সরাইঘাট এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে পৌঁছতেই মহিলা যাত্রীদের চিৎকার–চ্যাঁচামেচি শুনতে পাওয়া যায়। সেই সময় জিআরপি কর্মীরা ট্রেনের কামরার দিকে ছুটে যান। দুই মহিলার মৌখিক অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে আটক করা হয়।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comentarios


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page