দিনেদুপুরে ৩ লক্ষ ৪৪ হাজার টাকা ছিনতাই করে চম্পট দিল দুই দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে গাজোলের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাংক সংলগ্ন ৫১২ নম্বর জাতীয় সড়কে। ঘটনার পরে নিরাপত্তা নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার সিএসপি শাখার টাকা তুলে বাড়ি ফিরছিলেন দীপেনচন্দ্র পাল। দীপেনবাবু সিএসপি অপারেটর তাপস পালের ভাই। দীপেনবাবুর অভিযোগ, ব্যাংক থেকে টাকা নিয়ে মোটরসাইকেল করে বাড়ি ফেরার সময় দুই দুষ্কৃতী তাঁর কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে মালদার দিকে পালিয়ে যায়। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা তাঁর সঙ্গে দুষ্কৃতীদের পিছু নেন। কিন্তু ওই দুষ্কৃতী ততক্ষণে পালিয়ে যায়। পুলিশে খবর দেওয়া হলে পুলিশ প্রায় ঘণ্টা দুয়েক পরে ঘটনাস্থলে আসে।
Commentaires