কাচের জারে দেড় কেজি সাপের বিষ!
top of page

কাচের জারে দেড় কেজি সাপের বিষ!

গোপনসূত্রে খবর পেয়ে বনদপ্তরকে সঙ্গে নিয়ে প্রায় দেড় কেজি সাপের বিষ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল বিএসএফ৷ ধৃত ব্যক্তির নাম মহঃ ইসমাইল৷ বাড়ি পুখুরিয়া থানার উত্তর মহারাজপুর গ্রামে।


উদ্ধার হওয়া সাপের বিষ পাউডার ফর্মে একটি কাচের জারে রয়েছে৷

বিএসএফের কাছে গোপনসূত্রে খবর ছিল গাজোলের টোল প্লাজা সংলগ্ন এলাকায় সাপের বিষ হস্তান্তর হতে পারে৷ সেই খবরের ভিত্তিতেই বনদপ্তরকে সঙ্গে গাজোলের টোল প্লাজায় হানা দেয় বিএসএফ৷ সেখানে সন্দেহজনকভাবে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফ৷ ওই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তার হেপাজত থেকে কাচের জার ভরতি সাপের বিষ উদ্ধার হয়৷ গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে৷ ধৃত ব্যক্তিকে আজ জেলা আদালতে তোলা হয়েছে৷


উদ্ধার হওয়া সাপের বিষ পাউডার ফর্মে একটি কাচের জারে রয়েছে৷ উদ্ধার হওয়া বিষকে টেস্টের জন্য পুনেতে পাঠানো হবে৷ এর আগেও একবার মালদা থেকে পাউডার ফর্মে সাপের বিষ উদ্ধার হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page