top of page

উদবোধনের আগেই ভেঙে পড়ছে ব্রিজের চাঙর

  • Nov 26, 2019
  • 1 min read

Updated: Sep 9, 2020

কলকাতার ভেঙে পড়া উড়ালপুলের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজন সাধারণ মানুষের৷ এবার সেই দুঃস্বপ্ন ফের দেখতে শুরু করেছে মালদা শহরের রামনগর কাছারি এলাকার বাসিন্দারা৷ আজ সকালে সেখান দিয়ে যাওয়া মহানন্দার তৃতীয় সেতু থেকে হঠাৎ চাঙড় ভেঙে পড়তে শুরু করে৷ বেরিয়ে পড়ে ঢালাইয়ের লোহার খাঁচা৷ সৌভাগ্যবশত তাতে কেউ আহত হয়নি৷ কিন্তু এই ঘটনা এলাকাবাসীর মনে আতঙ্ক তৈরি করেছে৷ যদিও ৩৪ নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণ প্রকল্পের আধিকারিক জানিয়েছেন, এমন ঘটনার কথা তাঁর জানা নেই৷ তিনি খোঁজ নিয়ে দেখছেন৷


ree

রামনগর কাছারির বাসিন্দাদের অভিযোগ, এদিন সকাল ১০টা নাগাদ তৃতীয় মহানন্দা সেতুর একাংশের নীচ থেকে চাঙড় ভেঙে পড়তে শুরু করে৷ সৌভাগ্যবশত তখন সেখানে কেউ ছিল না৷ কিন্তু যে ব্রিজ তৈরি হওয়ার পর এখনও পুরোপুরি যান চলাচল শুরু হয়নি, সেই ব্রিজের নীচ থেকে চাঙড় ভেঙে পড়ছে কেন? এই ঘটনায় ঠিকাদার সংস্থার বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তুলেছে তারা৷ তাদের দাবি, অবিলম্বে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ব্রিজের এই অংশ মেরামতি করুক৷ তা না হলে যে কোনো মুহূর্তে বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে৷

এপ্রসঙ্গে এনএইচ এ১-এর প্রকল্প আধিকারিক দীনেশ হানসারিয়াকে ফোন করা হলে তিনি বলেন, এই মুহূর্তে তিনি জেলার বাইরে৷ এমন ঘটনার কথা কেউ তাঁকে জানায়নি৷ তিনি এনিয়ে খোঁজখবর নিচ্ছেন৷ যদি ব্রিজের নীচ থেকে চাঙড় ভেঙে পড়ে তবে তিনি ঠিকাদার সংস্থার কাছে জবাবদিহি চাইবেন৷ এনিয়ে তিনি এখনই তদন্তের নির্দেশ দিচ্ছেন৷

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page