Search
শোভানগরে বন্দুকবাজের হানায় জখম জমি ব্যবসায়ী
- আমাদের মালদা ডিজিট্যাল
- Jul 12, 2021
- 1 min read
দুষ্কৃতীদের গুলিতে জখম জমি ব্যবসায়ী। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের শোভানগর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম নেপাল চৌধুরি (৫২)। নেপালবাবু তৃণমূলের প্রাক্তন অঞ্চল সভাপতি ছিলেন। বাড়ি ইংরেজবাজারের শোভানগরে। জানা গিয়েছে, গতকাল রাতে স্ট্যান্ডে আড্ডা মারছিলেন তিনি। অভিযোগ, সেই সময় দুই দুষ্কৃতী নেপালবাবুকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। কোমরের পাশে গুলি লাগায় চিৎকার করে উঠেন তিনি। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা নেপালবাবুকে উদ্ধার করে প্রথমে মিলকি গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিকেল কলেজে ভরতি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios