বাড়িতে ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য কালিয়াচকে
সন্ধে নামার আগে বাড়ি ঢুকে যুবককে লক্ষ্য করে গুলি। গুলিবিদ্ধ যুবক বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে কালিয়াচকের উজিরপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গুলিবিদ্ধ যুবকের নাম পবন মণ্ডল (২৩)। বাড়ি কালিয়াচক থানার উজিরপুর এলাকায়। পবন মণ্ডলের ভাই চিরঞ্জিত মণ্ডলের দাবি, আজ বিকেলে স্থানীয় কিছু যুবক বাড়িতে ঢুকে তাকে মারধর করতে থাকে। প্রতিবাদ করায় দাদাকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা। গুলিবিদ্ধ দাদাকে তড়িঘড়ি উদ্ধার করে তারা মালদা মেডিকেল কলেজে ভরতি করে। কিন্তু কেন অভিযুক্তরা এই ঘটনা ঘটিয়েছে তা জানা নেই চিরঞ্জিতের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comentarios