বন্ধুকে গুলি করে খুনের অভিযোগ বৈষ্ণবনগরে
ঘুরতে বেড়িয়ে ফেরার পথে এক যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল এক বন্ধুর বিরুদ্ধে। গুলিবিদ্ধ অবস্থায় মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয় ওই যুবকের। গতকাল গভীর রাতে ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বৈষ্ণবনগরে।
মৃত যুবকের নাম আবদুল রহিম (২২)। বাড়ি বৈষ্ণবনগর থানার শাহবাজপুরের পুরাতন শ্রীবস্তি এলাকায়। আবদুলের স্ত্রী ও তেরো দিনের এক কন্যাসন্তান রয়েছে। জানা গিয়েছে, বুধবার সন্ধেয় আবদুল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে চার বন্ধুকে সঙ্গে নিয়ে কালিয়াচকের দিকে রওয়ানা দেয়। রাতে তিনজন বাড়ি ফিরছিল। ফেরার সময় সাহিদুল শেখ আবদুলকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তড়িঘড়ি আবদুলকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
Tags:
124 views