বিধায়কের বিরুদ্ধে সরব দলীয় নেতা, অস্বস্তিতে জেলা তৃণমূল
top of page

বিধায়কের বিরুদ্ধে সরব দলীয় নেতা, অস্বস্তিতে জেলা তৃণমূল

ফের শাসকদলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল৷ প্রকাশ্যে দলীয় বিধায়ক ও জেলার কো-অর্ডিনেটরকে বিরোধীদের দালাল বলে সমালোচনা করলেন রতুয়ার তৃণমূল নেতা। এমন ঘটনা সামনে আসতেই অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।


রতুয়া স্টেডিয়ামে তৃণমূলে যোগদান সভার মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা শেখ ইয়াসিন, তৃণমূল সংখ্যালঘু সংগঠনের জেলা সভাপতি মোশারফ হোসেন, রতুয়া ১ পঞ্চায়েত সমিতির সভানেত্রী আবিদা বেগম সহ অন্যান্যরা। এই সভাতেই বক্তব্য রাখতে গিয়ে শেখ ইয়াসিন, স্থানীয় বিধায়ক সমর মুখোপাধ্যায় ও দলের জেলা কো-অর্ডিনেটর মানব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি সভামঞ্চ থেকেই অভিযোগ করেন, তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন দলের এই দুই নেতা৷


Sheikh Yasin's challenge to 'give up' politics

ইয়াসিন আরও বলেন, দলে আসার পর থেকেই এরা বলে বেড়াচ্ছে, আমাকে জেলে ঢুকিয়ে দেবে৷ আমি চ্যালেঞ্জ করছি, একুশের বিধানসভা নির্বাচনের আগে রতুয়ার মানুষ ওদের রাজনীতি থেকে অবসর নিতে বাধ্য করবে৷ আর যদি তা না হয়, আমি রাজনীতি ছেড়ে দেব৷ গত বিধানসভা নির্বাচনের আগে মিথ্যে মামলা দিয়ে আমাকে জেলে ঢুকিয়েছিল৷ অথচ আমার নেতৃত্বেই সামসী কলেজ তৃণমূল দখল করে৷ সেই সময় পাঞ্জাবি পরা নেতাদের পাশে পাইনি৷ দলের নাম ভাঙিয়ে আমি রোজগার করি না৷ এরা থানায় পয়সা খাইয়ে আমাকে জেলে ঢোকাবে বলে ঠিক করেছে৷ আমাকে নাকি জেলে ঢুকিয়ে মারবে৷ এই গোপন কথোপকথনের রেকর্ডিং আমার কাছে রয়েছে৷ এই নেতাদের মদতেই মালদার মাটিতে কংগ্রেস, সিপিএম, বিজেপি টিকে আছে।



জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নূর বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। দলের কেউ যদি এমন মন্তব্য করে থাকেন, তবে তাঁর বিরুদ্ধে দলীয় স্তরে ব্যবস্থা নেওয়া হবে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page