শহরের জঞ্জাল পরিষ্কার হবে কীভাবে? প্রশ্ন বঙ্গরত্নের
top of page

শহরের জঞ্জাল পরিষ্কার হবে কীভাবে? প্রশ্ন বঙ্গরত্নের

সাফাই অভিযানে সময় মতো পুর কর্তৃপক্ষের দেখা না মেলায় ক্ষিপ্ত হয়ে বাড়ি ফিরলেন বঙ্গরত্ন শক্তিপদ পাত্র৷ ঘন কুয়াশার কারণেই কর্মসূচিতে দেরি হয়েছে বলে দাবি করেছেন পুরসভার প্রশাসক নীহাররঞ্জন ঘোষ৷



নেতাজি জন্মজয়ন্তীকে সামনে রেখে আজ পুরসভার পক্ষ থেকে শহরে সাফাই অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল৷ সকাল আটটায় সকলের জমায়েত হওয়ার কথা ছিল৷ সময় মতো জমায়েতস্থল, মালদার উঠোনে এসে পৌঁছন বঙ্গরত্ন শক্তিপদ পাত্র। সময়ে এসে পৌঁছন পুরসভার বেশ কয়েকজন কর্মীরাও৷ দীর্ঘক্ষণ অপেক্ষার পরও পুরসভা কর্তৃপক্ষের দেখা না মেলায় একরাশ ক্ষোভ প্রকাশ করে বাড়ি ফিরে যান শক্তিপদবাবু৷ প্রায় ঘণ্টাখানেক পরে শুরু হয় সাফাই কর্মসূচি।


শক্তিপদবাবু জানান, পুরসভার এহেন মানসিকতায় তিনি হতবাক৷ পুরসভার কর্মীরা সময় মতো এসে পৌঁছলেও, তাঁরা কেউ জানেন না কেন জমায়েত করেছেন৷ পুরসভায় এমন চলতে থাকলে শহরের জঞ্জাল পরিষ্কার হবে কীভাবে?




ঘটনাপ্রসঙ্গে নীহারবাবু জানান, ঘন কুয়াশার কারণে সাফাই অভিযান শুরু করতে খানিকটা দেরি হয়েছে৷ সাফাই কর্মীরাও দূরপ্রান্ত থেকে আসেন। খানিকটা দেরি হলেও সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি পালন করা হয়েছে৷


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page