মধুচক্র চালানোর অভিযোগে গ্রেফতার চার
মধুচক্র চালানোর অভিযোগে মালদা শহরের সিঙ্গাতলা থেকে চারজনকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।
ইংরেজবাজার থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের সিঙ্গাতলা থেকে তিন মহিলা সহ এক যুবককে গ্রেফতার করে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, সিঙ্গাতলায় এক স্কুল শিক্ষকের বাড়ি ভাড়া নিয়ে মধুচক্রের আসর চলছিল। এই ঘটনায় গাজোলের এক রাজনৈতিক ব্যক্তিত্বের যোগসাজস রয়েছে বলেছে অভিযোগ।
Comments