top of page

গ্রেফতার সাত ডাকাত, উদ্ধার হাঁসুয়া, লোহার রড

সাতজনের ডাকাতদলকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের চারদিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।


জানা গিয়েছে, শুক্রবার রাতে ইংরেজবাজার থানার আজিমপুর চন্ডীপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয় বেশ কিছু দুষ্কৃতী। সূত্র মারফত খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ওই এলাকা থেকে সাতজনকে আটক করে। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয় হাঁসুয়া, লোহার রড, চাকু সহ অন্যান্য সামগ্রী।


Seven robbers arrested in English Bazar
আজিমপুর চন্ডীপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয় বেশ কিছু দুষ্কৃতী

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানান, বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশের একটি দল সাতজনকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম রাহুল শেখ, হাবিব খান, মিরাজ শেখ, দুলাল মণ্ডল, দিলবার শেখ, রাহুল শেখ ও বিকি মণ্ডল। ধৃতরা ইংরেজবাজার ও পুরাতন মালদার বিভিন্ন এলাকার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে পুরোনো মামলা দায়ের রয়েছে। ধৃতদের আজ চারদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

!
Widget Didn’t Load
Check your internet and refresh this page.
If that doesn’t work, contact us.
bottom of page