কালীদৌড়ে সামিল সাত দেবী, উন্মাদনা মালতিপুরে
top of page

কালীদৌড়ে সামিল সাত দেবী, উন্মাদনা মালতিপুরে

প্রথা অনুযায়ী মঙ্গলবার রাতে আয়োজিত হল কালীদৌড়। এবার কালীদৌড়ে অংশ নিয়েছিল এলাকার সাতটি প্রতিমা৷ ছিলেন শ্যামা কালী, চনকা কালী, হাট কালী, হ্যান্টা কালী, বুড়ি কালী ও বাজার কালী৷


কথিত আছে, প্রায় সাড়ে তিনশো বছর আগে চাঁচলের তৎকালীন রাজা শরৎচন্দ্র রায়চৌধুরী এই কালিদৌড় শুরু করেন। সেই সময় থেকে কালীপুজোর পরের রাতে চাঁচল ২ ব্লকের মালতিপুরে এই দৌড়ের আয়োজন হয়ে আসছে। মালতিপুর দুর্গামন্দির প্রাঙ্গণে নানা আতসবাজি পোড়ানোর সঙ্গে সঙ্গে এই কালীদৌড়ের আয়োজন করা হয়।


প্রথমে কালীদৌড়ে অংশগ্রহণকারী প্রতিমাগুলিকে কাঁধে নিয়ে মালতিপুর গ্রামে ঘোরানো হয়। একে একে সমস্ত প্রতিমা দুর্গামন্দিরে প্রাঙ্গণে উপস্থিত হলে কালীদৌড় শুরু হয়। স্থানীয়রা একে বিসর্জনের আগে মায়েদের শেষ সাক্ষাৎ বলে থাকেন। পাটকাঠিতে আগুন ধরিয়ে কালীদৌড় শুরু হয়। এলাকারই একটি পুকুরঘাটে কালীদৌড় শেষ হয়।


ree

লিপি সরকার নামে এক মহিলা জানান, দীর্ঘদিন ধরে কালীদৌড়ের কথা শুনছিলাম। সেই সময় থেকেই কালীদৌড় দেখতে আসার ইচ্ছে ছিল। অবশেষে সেই সুযোগ পেয়েছি। এখানে এত মানুষ আসে জানা ছিল না। এত ভিড়ে সবকিছু ঠিকমতো দেখা যাচ্ছে না। তবে পরিবেশকে বেশ উপভোগ করেছি।


আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page