পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন
top of page

পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন

পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ইংরেজবাজারের যদুপুর এলাকায়। পুলিশকর্মীর বাড়িতেই চুরির ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।


ইংরেজবাজার থানার যদুপুরের মডেল কলোনি এলাকায় পরিবার নিয়ে বসবাস করেন আজমল হক। বাড়ি মুর্শিদাবাদে। বর্তমানে তিনি মালদা জেলা পুলিশসুপার অফিসে কনস্টেবল পদে কর্মরত। জানা গিয়েছে, হোলি উপলক্ষ্যে সপরিবারে বাড়ি গিয়েছিলেন ওই পুলিশকর্মী। সেই সুযোগে দুষ্কৃতীরা সদর দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৬৫ হাজার টাকা, এক ভরি সোনা, একটি ল্যাপটপ এবং একটি মোটরবাইক নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। শুক্রবার সকালে ঘটনা জানাজানি হতেই গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ইংরেজবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।



স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,

একজন পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনা ঘটলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ঘটনায় দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page