আমের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সেমিনার মালদায়
top of page

আমের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে সেমিনার মালদায়

মালদার আম বিদেশের বাজারে বাজারজাত করার লক্ষ্যে এবং মালদা আমের জিআইকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার উদ্যোগে সেমিনারের আয়োজন মালদা শহরে।


বৃহস্পতিবার মালদা জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় এবং ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক সেমিনারের আয়োজন করা হল জেলা শিল্প কেন্দ্রে। উপস্থিত ছিলেন মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা, সম্পাদক উজ্জ্বল চৌধুরি, ফিওর কো-অর্ডিনেটর জুই চৌধুরি, জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার মানবেন্দ্র মণ্ডল সহ অন্যান্যরা।



মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উজ্জ্বল সাহা জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। মালদার আম জিআই পেয়েছে তাকে বিশ্বের বাজারে তুলে ধরা এই সেমিনারের মূল বিষয়বস্তু। আশা করা যাচ্ছে আগামী বছর থেকে মালদার আম বিশ্বের আরও বিভিন্নপ্রান্তে ছড়িয়ে পড়বে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page