বিনামূল্যে খাইয়ে ছেলের জন্মদিন উদযাপন ডালপুরি বিক্রেতার
- আমাদের মালদা ডিজিট্যাল
- 2 minutes ago
- 1 min read
ক্রেতাদের বিনামূল্যে খাওয়ার খাইয়ে ছেলের জন্মদিন পালন করলেন ডালপুরী বিক্রেতা। ঘটনাটি মালদা শহরের তিন নম্বর গভঃ কলোনি এলাকার। তৃপ্তি করে খাওয়ার খেয়ে বিক্রেতার ছেলেকে আশির্বাদ করেন সকলে।
মহিলা মহাবিদ্যালয় থেকে খানিকটা দূরে ঠেলায় প্রতিদিন ডালপুরি বিক্রি করেন নিতাই সাহা। তাঁর বাড়ি যদুপুর ২ ব্লকের কাঞ্চনটার এলাকায়। আজ তাঁর ছেলে শিবমের জন্মদিন। ছেলের জন্মদিনে ক্রেতাদের বিনামূল্যে খাওয়ার খাওয়ান তিনি। কয়েক’শো খাওয়ার খেয়ে তিন বছরের ছেলেকে আশির্বাদ করলেন সকলে।
নিতাই জানান, এখানেই রোজ ডালপুরি বিক্রি করি। আজ ছেলের জন্মদিন উপলক্ষ্যে পনির দিয়ে সবজি করেছি, পায়েস করেছি। সকলকে আজ বিনামূল্যে খাইয়ে ছেলের জন্য প্রার্থনা করেছি।

এক ক্রেতা চন্দন রায় জানান, প্রায় প্রতিদিনই এখানে সকালে জলখাবার খাই। আজ বিক্রেতা দাদা ছেলের জন্মদিন উপলক্ষ্যে বিনামূল্যে খাওয়ার খাইয়েছেন। খুব ভালো লাগছে। ওনার ছেলে যাতে উচ্চ শিক্ষিত হয়ে সুন্দর ভবিষ্যৎ গড়তে পারে সেই কামনা করছি।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন









