আগামীকাল প্রজাতন্ত্র দিবস। প্রজাতন্ত্র দিবসের আগে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা শহর। মালদা ও পুরাতন মালদার বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার ও অরিন্দম সরকারের নেতৃত্বে দুটি দল মালদা টাউন স্টেশন, কোর্ট স্টেশনে তল্লাশি চালায়। মেটাল ডিটেক্টর, স্নিফার ডগ নিয়ে ট্রেনের কামরা সহ লাগেজ পরীক্ষা করা হয়। পাশাপাশি শপিংমল, তেল ও গ্যাস গোডাউন সহ কয়েকটি বাজারেও চলে তল্লাশি। সীমান্তেও অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার দীপক সরকার বলেন, প্রজাতন্ত্র দিবসে অপ্রীতিকর ঘটনা রুখতে এই তল্লাশি অভিযান। এদিন রেল স্টেশন, রথবাড়ি, শপিংমল সহ কয়েকটি বাজারে তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি অভিযান জারি থাকবে।
Comments