যানজট নিয়ন্ত্রণে রাস্তায় মহকুমাশাসক-চেয়ারম্যান
যানজট মোকাবিলায় উদ্যোগ নিল জেলা প্রশাসন ও ইংরেজবাজার পুরসভা। মঙ্গলবার মালদা শহরের রথবাড়ি মোড় সহ বিস্তীর্ণ এলাকা পরিদর্শন করলেন পুরসভার চেয়ারম্যান এবং সদর মহকুমাশাসক। একাধিক গাড়িকে বেআইনিভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকায় ফাইন করা হয়।
উল্লেখ্য, মালদা শহর জুড়ে রাস্তা দখল করে বেআইনি পার্কিং আর ফুটপাথ দখল করে ব্যবসা-বাণিজ্যের কারণে শহর জুড়ে নিত্যদিনের যানজট। যাতায়াত করতে গিয়ে সমস্যার মধ্যে পড়তে হয় পথ চলতি সাধারণ মানুষদের। আজ শহরকে যানজট মুক্ত করতে রাস্তায় নামেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি ও সদর মহকুমাশাসক পঙ্কজ তামাং। মঙ্গলবার সকাল থেকেই মালদা শহরের রথবাড়ি সহ বিভিন্ন এলাকায় ট্রাফিক পুলিশ এবং পুর আধিকারিকদের নিয়ে পায়ে হেঁটে বিভিন্ন রাস্তাঘাট পরিদর্শন করে যানজট মুক্ত করার নির্দেশ দেন চেয়ারম্যান এবং মহকুমাশাসক। রাস্তা দখল করে থাকা ব্যবসায়ীদের দোকানপাট উঠিয়ে দেওয়ার নির্দেশ দেন চেয়ারম্যান। পাশাপাশি অবৈধভাবে গাড়ি পার্কিং করায় একাধিক গাড়িতে ফাইনও করা হয় পরিবহন দফতরের তরফে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments