মালদায় গড়ে উঠতে চলেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র
জমি জট কাটিয়ে অবশেষে মালদা জেলায় গড়ে উঠতে চলেছে বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র। মালদা শহরের দুই ব্যক্তিত্ব জমি দান করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। গতকাল পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কালুয়াদিঘি গ্রামে এই কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠিত হয়। প্রাথমিক পর্যায়ে কেন্দ্রের নির্মাণ কাজ শুরু করছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।
গতকাল শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের দুই বর্ষীয়ান সংগঠক সোমশংকর সিংহ ও অধ্যাপক সত্যরঞ্জন চৌধুরী, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা শাখার সম্পাদক সুনীল দাস সহ অন্যান্যরা৷ সুনীলবাবু জানান, মালদা জেলায় বিজ্ঞান ও প্রযুক্তি বিকাশ কেন্দ্র নির্মাণের জন্য দুই বছর ধরে জমির খোঁজ চালানো হচ্ছিল। কিন্তু এই কেন্দ্র নির্মাণের জন্য জমি পাওয়া যাচ্ছিল না৷ প্রশাসনের তরফে একটি জমি দেখানো হলেও তা পর্যাপ্ত ছিল না। অবশেষে মালদা শহরের দুই ব্যক্তিত্ব রমেন রবিদাস ও মহেশ আগরওয়াল সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন৷ পুরাতন মালদার ভাবুক গ্রাম পঞ্চায়েতের কালুয়াদিঘিতে পঞ্চায়েত দফতরের পিছনের জমি তাঁরা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের হাতে তুলে দিয়েছেন৷ জমির রেজিস্ট্রিও হয়ে গিয়েছে৷ এই কেন্দ্র গড়ে তোলার জন্য তাঁরা আমাদের আরও সাহায্য করবেন বলেও জানিয়েছেন। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ৷ প্রাথমিকভাবে ৩০ লক্ষ টাকা নিয়ে কেন্দ্র তৈরির কাজ শুরু করা হচ্ছে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, আগামী দিনে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা এবং মুর্শিদাবাদ জেলার ছাত্রছাত্রীরা এই কেন্দ্রে বিজ্ঞান চর্চা করতে পারবেন৷ এখানে কৃষি পরামর্শ দান কেন্দ্র, প্রকৃতি পর্যবেক্ষণ কেন্দ্র, বিজ্ঞানের গবেষণাগার, বিজ্ঞান মডেল প্রদর্শনী কেন্দ্র, মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র, পড়ুয়াদের জন্য আবাসিক বিজ্ঞান শিক্ষা কেন্দ্র, কুসংস্কার বিরোধী চর্চা কেন্দ্র সহ আরও অনেক কিছু থাকবে।
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments