top of page

সরস্বতী পুজোয় স্কুলে অঞ্জলি দিতে লাগবে অনুমতি

আগামীকাল সরস্বতী পুজো। ইতিমধ্যে পুজোর প্রস্তুতি নেওয়া শুরু করেছে স্কুলগুলি। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী পঠনপাঠনের পাশাপাশি পুজোর নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। তবে এবারের সরস্বতী পুজোয় থাকছে বেশ কিছু নিষেধাজ্ঞা।


ছাত্রছাত্রীদের জমায়েত করা যাবে না স্কুলের পুজোতে। যদি কোনও পড়ুয়া অঞ্জলি দিতে চায়, তবে সেই ছাত্রছাত্রীর অভিভাবকদের স্কুলের প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকার কাছে অনুমতি নিতে হবে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক ব্যবহার করে স্কুলের পুজোতে অংশগ্রহণ করতে পারবে পুজোর দায়িত্বে থাকা অভিভাবক সহ ছাত্রছাত্রীরা।



মালদা জেলা হাইস্কুলের প্রধান শিক্ষক মোহম্মদ মুবাশ্রা আনসার জানান, আগামীকাল আমরা স্কুলে সরস্বতী পুজো করব। ইতিমধ্যেই প্রতিমা চলে এসেছে। এবারের পুজোতে ছাত্রদের জমায়েত করতে দেওয়া যাবে না। কোনও ছাত্র যদি পুজোতে অঞ্জলি দিতে চায়, তাহলে সেই ছাত্রের অভিভাবকদের স্কুলে আবেদন করতে হবে। স্কুল অনুমতি দিলেই সেই ছাত্র পুজোর অঞ্জলিতে অংশগ্রহণ করতে পারবে। প্রতিবছর স্কুলের পক্ষ থেকে সরস্বতী পুজো উপলক্ষ্যে ছাত্রদের খাওয়ানোর ব্যবস্থা যেটা হয়, সেটা এবারে হবে না। সমস্ত ক্লাস যখন শুরু হবে, তখনই সেটা দেখা হবে।




আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

Comments


বিজ্ঞাপন

Malda-Guinea-House.jpg

আরও পড়ুন

bottom of page