কালিন্দ্রী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল স্কুলছাত্র
স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল ছাত্র। বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা এখনও ছাত্রের খোঁজ চালাচ্ছে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নুরপুর ব্রিজ সংলগ্ন কালিন্দ্রী নদীতে।
তলিয়ে যাওয়া ছাত্রের নাম তোহিব আলি (১২)। বাড়ি মানিকচকের নুরপুর ফকিরটোলা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুরে কালিন্দ্রী নদীতে স্নান করতে যায় তোহিব। হঠাৎ জলে তলিয়ে যায় সে। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে এসে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা দফতর। এখনও পর্যন্ত নিখোঁজ ছাত্রের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দফতর। এদিকে, অবিলম্বে ওই এলাকায় স্নান, কাপড় কাচা বন্ধ করার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
[ আগের খবরঃ আধার জালিয়াতি চক্রের হদিশ মানিকচকে ]
আমাদের মালদা এখন টেলিগ্রামেও। জেলার প্রতিদিনের নিউজ পড়ুন আমাদের অফিসিয়াল চ্যানেলে। সাবস্ক্রাইব করতে ক্লিক করুন
Comments