অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল স্কুল সার্ভিস কমিশনের হস্টেল
- আমাদের মালদা ডিজিট্যাল
- Sep 6, 2019
- 1 min read
Updated: Aug 14, 2020
দমকল কর্মীদের তৎপরতায় বড়োসড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল সার্ভিস কমিশনের হস্টেল। আজ সকালে মালদা শহরের মালঞ্চ পল্লী এলাকায় স্কুল সার্ভিস কমিশনের হোস্টেলের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
মালদা শহরের মালঞ্চপল্লি এলাকায় রয়েছে বিটি হস্টেল। শুক্রবার সকালে হোস্টেলের রান্নাঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় কাউন্সিলরও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রান্নার গ্যাস লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকলকর্মীরা সঠিক সময়ে ঘটনাস্থলে না পৌঁছলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটতে পারে অনুমান স্থানীয় বাসিন্দাদের।
Comments